দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতি 
দৈনন্দিন বিভিন্ন কাজে দৈর্ঘ্য পরিমাপ করার প্রয়োজন হতে পারে। পরিমাপ করার জন্য আমাদের একক জানা অতি জরুরী।  কারণ পরিমাপের একক না জানলে আমরা পরিমাপ করতেই পারব না। প্রত্যেকে কোন না কোন কাজে আমরা বিভিন্ন দৈর্ঘ্য পরিমাপের একক ব্যবহার করে থাকি, যেমন ফুট, মিটার, মিলিমিটার সেন্টিমিটার। 
সারাবিশ্বে দৈর্ঘ্য পরিমাপের দুই ধরনের একক রয়েছে একটি হলো ব্রিটিশ পদ্ধতি আরেকটি হলো আন্তর্জাতিক পদ্ধতি এই দুই পদ্ধতি জনপ্রিয় এবং এই দুই পদ্ধতির মাধ্যমে দৈর্ঘ্য পরিমাপ করা হয়ে থাকে।

দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতি বা একক

►১২ ইঞ্চি = ১ ফুট (ফু.) 

►৩ ফুট = ১ গজ (গ.) 

►৬ ফুট = ১ ফ্যাদম

►৭.৯২ ইঞ্চি   = ১ লিংক (গান্টর্স)

►১০০ লিংক = ১ চেইন (গান্টার্স)

►৬৬ ফুট = ১ চেইন  (গান্টার্স)

►২২ গজ= ১ চেইন  (গান্টার্স)

►১০০ ফুট = ১ চেইন  (প্রকৌশল)

►২২০ গজ= ১ ফার্লং

► ৮ ফার্লং = ১ মাইল (মা.) 

►১৭৬০ গজ = ১ মাইল (মা.) 

►৮০ চেইন  (গান্টার্স) = ১ মাইল (মা.)

►৫২৮০ ফুট = ১ মাইল

দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি  বা একক

►১০ মিলিমিটার (মি.মি) = ১ সেন্টিমিটার (সে.মি) 

►১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার ( ডে.মি ) 

►১০ ডেসিমিটার বা ১০০ সেন্টিমিটার  = ১ মিটার ( মি ) 

►১০ মি = ১ ডেকামিটার ( ডেকা. মি) 

►১০ ডেকামিটার  = ১ হেক্টোমিটার ( হে. মি )

►১০০০ মিটার = ১ কিলোমিটার ( কি.মি )