সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য শীর্ষ ৩টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস


সারা বিশ্বে অসংখ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে। তবে আমি  আজ আপনাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের উপযোগী তিনটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব। যে তিনটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব।  এই মার্কেটপ্লেস গুলোতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে একাউন্ট করতে হয়, কিভাবে বেশি বেশি কাজ পাওয়া যায়। এই সম্পর্কিত সকল তথ্য ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন যা দেখে আপনি শিখতে পারবেন।


01. আপওয়ার্ক:-

জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি হচ্ছে আপওয়ার্ক। এখানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভিস গুলো কিনেন।  তারা এখানে জব পোস্ট করে থাকেন। 

আর যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন।  সেই জব পোস্ট এর আন্ডারে আবেদন করতে হয়।  এ আবেদন করার প্রক্রিয়াকে আপনি জব প্রপোজাল বলতে পারেন। আর মার্কেটপ্লেসের ভাষায় বলা হয় বিট করা। 

আপনার প্রপোজাল যদি ভাল হয়, আপনি ভাল ভাবে যদি আপনার প্রপোজালটা উপস্থাপন করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে। 


এখানে প্রতি ঘন্টা হিসেবে পেমেন্ট করা হয়ে থাকে।  যা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে 25 ডলার থেকে শুরু হয়ে থাকে । কাজ ভেদে কিছু কিছু প্রজেক্ট অনেক বেশি পেমেন্ট করা হয়ে থাকে। এই মার্কেটপ্লেসে কাজ করার জন্য আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে।  কেননা এখানে যারা সার্ভিস কেনার জন্য আসেন তারা কোয়ালিটি সম্পন্ন বায়ার হয়ে থাকে এবং মার্কেটপ্লেসে ভালো পেমেন্ট পাওয়ার কারণে এক্সপার্ট ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে,  ফলে এখানে কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে, কাজ পাওয়ার ক্ষেত্রে। 


02. ফ্রিল্যান্সার:-

এটি একটি অন্যতম শীর্ষ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে যারা সার্ভিস কিনে থাকেন।  তারা তাদের কাজের চাহিদা প্রজেক্ট আকারে জব পোস্ট করে থাকেন।  এবং ফ্রিল্যান্সারদের সেখানে আবেদন করে কাজ নিতে হয়। এখানে প্রজেক্ট ভিত্তিক কাজ হওয়ার  কারণে। সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ছোট থেকে বড় সকল ধরনের প্রজেক্ট এখানে পাওয়া যায়। এখানে 20 ডলার থেকে শুরু করে দেড় হাজার 2 হাজার ডলারের প্রজেক্ট এখানে পাওয়া যায়।  তবে আপনাকে অবশ্যই একটি ভালো মানের জব প্রপোজাল তৈরি করতে হবে  কাজ পাওয়ার ক্ষেত্রে। 


প্রজেক্ট পাওয়ার জন্য আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ গুলোর উপরে দক্ষ হতে হবে,  এবং প্রফেশনাল লেভেলের কাজ জানতে হবে।


03. ফাইভার

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম একটি হলো  ফাইভার।

আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে যে কাজগুলো আপনি ভালো জানেন,

যে স্কিল গুলো আপনার ভালো জানা আছে, যে বিষয়গুলোর উপরে আপনি এক্সপার্ট। সেই বিষয়গুলোকে আপনি সার্ভিস আকারে এখানে সেল করতে পারবেন।


এই মার্কেটপ্লেসে  বায়ারের চাহিদা অনুযায়ী আপনাকে গিগ তৈরি করতে হবে,  এবং আপনার প্রোফাইল কে প্রফেশনাল লেভেলের করে সাজাতে হবে।  অনেকটা একটা দোকান সাজানোর মত।  যেভাবে একটি দোকান কে সুন্দর ভাবে সাজানো হয় গ্রাহকের কাছে উপস্থাপন করার জন্য।  সেই ভাবে আপনার ফাইবার প্রোফাইলকে সুন্দর করে উপস্থাপন করতে হবে বায়ারের জন্য। আপনি যে গিগ তৈরি করছেন  তা যদি বায়ারের পছন্দ হয়। তাহলে আপনি যেকোন এমাউন্টের সার্ভিস আপনি সেল করতে পারবে। 


এই ছিল মোটামুটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ওভারভিউ। আশা করি কিছুটা হলেও আপনি আইডিয়া পেয়েছেন।  আমার পরামর্শ থাকবে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি ফাইভার থেকে শুরু করতে পারেন। ফাইভার সম্পর্কে বিস্তারিত  জানতে  ইউটিউব ভিডিও দেখুন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য নিচের ব্লগ গুলো দেখতে পারেন।

ফাইভার একাউন্ট খোলার জন্য এই লিংকে ক্লিক Click Here