বর্তমান সময়ে অনলাইনে সার্চ দিলেই অসংখ্য সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার দেখা যায়।
একজন নতুন চাকরি প্রত্যাশী হিসেবে। কোন সফটওয়্যার গুলো আমরা শিখব কোনটা আমাদের প্রয়োজন পড়বে এটা বলা একটু কঠিন। তাই আমি আপনাদের কাছে আজকে সারা বিশ্বে জনপ্রিয় ১০টি সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা উপকৃত হবেন।
01.AutoCad:-
অটোক্যাড একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত টুডি এবং থ্রিডি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড শব্দের অর্থ হলো কম্পিউটার এইডে্ড ডিজাইন (Computer Aided Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। অটোক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন করা যায়।
Software Download click Here
02. ETABS
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর প্রচলিত একটি ডিজাইন, এনালাইসিস এবং মডেলিং সফটওয়্যার। বাংলাদেশি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোতে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হল ETABS.
Software Download click Here
03. STAAD PRO
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর প্রচলিত একটি ডিজাইন, এনালাইসিস এবং মডেলিং সফটওয়্যার। বাংলাদেশি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোতে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হল STAAD PRO.
Software Download click Here
04. REVIT
Autodesk Revit is a building information modelling software for architects, landscape architects, structural engineers, mechanical, electrical, and plumbing (MEP) engineers, designers and contractors.
Software Download click Here
05. SAP 2000
SAP2000 is general-purpose civil-engineering software ideal for the analysis and design of any type of structural system. Basic and advanced systems, ranging from 2D to 3D, of simple geometry to complex, may be modeled, analyzed, designed, and optimized using a practical and intuitive object-based modeling environment that simplifies and streamlines the engineering process.
Software Download click Here
06. 3DS Max, আথবা Google Sketchup
3DS Max: একটি পেশাদারী থ্রিডি কম্পিউটার গ্রাফিক্স প্রোগ্রাম যার মাধ্যমে থ্রিডি এনিমেশন, মডেল, গেম এবং ইমেজ তৈরি করা হয়
Google Sketchup: একটি ত্রিমাত্রিক মডেলিং প্রোগ্রাম যা গুগল দ্বারা বাজারজাতকৃত। এটি তৈরী হয়েছে স্থাপত্যশিল্প, পুরকৌশল, যান্ত্রিক প্রকৌশলী, চলচ্চিত্র প্রস্তুতকারক, গেম ডেভেলপারদের জন্য ।
Software Download click Here07. MX Road - Road design and Analysis
MX Road is an excellent string-based modeling tool that enables the rapid and accurate design of all types of roads. Individuals such as civil engineers, designers, surveyors, system designers can access 3D modeling, construction driven engineering, and other analysis all in one engineering application.
Software Download click Here
08. ARCGIS for Surveying
ArcGIS Survey123 is a complete, form-centric solution for creating, sharing and analyzing surveys. Use it to create smart forms with skip logic, defaults, and support for multiple languages. Collect data via web or mobile devices, even when disconnected from the Internet.
Software Download click Here
09. MS Project
Microsoft Project is a project management software product, developed and sold by Microsoft. It is designed to assist a project manager in developing a schedule, assigning resources to tasks, tracking progress, managing the budget, and analyzing workloads.
Software Download click Here
10. MS EXCEL আথবা spreadsheet software
এক্সেলে হিসাব-নিকাশ, চিত্রায়নের হাতিয়ার, পিভট টেবিল, ম্যাক্রো প্রোগ্রামিং ভাষাসহ বেশ অনেক সুবিধা রয়েছে
Software Download click Here
আমার অন্যান্য ব্লগঃ
বাংলাদেশের প্রতিষ্ঠানে জব করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোন কোন সফটওয়্যার জানা দরকার।
সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য শীর্ষ ৩টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
0 Comments
don't spam comments... any emergency please contact messenger